Chat GPT কি চাকরির বাজার ধ্বংস করে ফেলবে?




Chat GPT কি চাকরির বাজার ধ্বংস করে ফেলবে?

Open AI এর চ্যাটবটটি আসার পর থেকে যেভাবে সকল প্রশ্নের উত্তর এবং সকল সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে, যার ফলে সকলে ভয় পাচ্ছে যে এধরনের AI টুলগুলো ভবিষ্যতের সব চাকরি ধ্বংস করে ফেলবে।

আচ্ছা চলুন বিষয়টা একটু ব্যাখ্যা সহ জেনে আসি। বর্তমানে ইন্টারনেটে এমন অনেক হাজারো টুল আসে যেগুলো মানুষের বিভিন্ন কাজকে সহজ করে দিচ্ছে অথবা বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছে। এছাড়া বর্তমান সময়ের অন্যতম একটা জনপ্রিয় টুল হচ্ছে গুগলের ট্রান্সলেটর। যেটা অনলাইনে প্রকাশ হয়েছিল ২০০৬ সালের এপ্রিলে। বর্তমানে এটা প্রতিদিন ৫০০ মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করতেছে। গুগল ট্রান্সলেটর যখন আসল তখন যারা বিভিন্ন ভাষা শিখায় তারা ধরে নিল এটা তাদের প্রফেশনটা কেড়ে নিবে। কিন্তু আপনি এখন দেখুন। যার প্রয়োজন সেকিন্তু ঠিকই তার প্রয়োজনীয় ভাষাটি কারো না কারো কাছ থেকে শিখতেছে। আন্যদিকে ট্রাসলেটর কেও যার যার প্রয়োজন মত ব্যবহার করতেছে।

অন্যদিকে ডিজাইনার জগতে এমন অনেক টুলস আসতেছে যেটার ফলে অনেকেই মনে করে ডিজাইনারদের ভবিষ্যৎ অন্ধকার। এই যে যারা ক্যানভা ব্যবহার করে তারা প্রত্যেকেই কিন্তু মনে করে এটা দিয়ে তু সব করা যাচ্ছে তাহলে ডিজাইনার দের প্রয়োজন হবে কেন? কিন্তু আপনি কি আপনার আশানুরূপ ডিজাইনটি টুলস থেকে পাচ্ছেন? বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। যার ফলে অবশেষে একজন ডিজাইনার এর কাছেঅবশ্যই যেতে হচ্ছে।

আবার অনলাইনে শতশত AI রাইটিং টুল আছে যেগুলো থেকে একক্লিক এ হাজারো শব্দের লেখা পাওয়া যায়। তবে আপনি টুল থেকে যে লেখাগুলো পাচ্ছেন তা কি আদৌ ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা  অথবা আপনি যে বিষয়ে বুঝাতে চাচ্ছেন তা কি সঠিকভাবে পারতেছেন কিনা তা আপনাকে দেখতে হবে। আমি নিজেও এ ধরনের অনেক টুল ব্যবহার করে দেখেছি যা কখনো আমার কাছে গ্রহণযোগ্য লেখারমত ছিল না।যারফলে ঠিকই নিজেকে লিখতে হচ্ছে।

মূলকথা হচ্ছে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এমন আরো শতশত টুল আসবে। তবে তা কখনো মানুষের চাকরির জাগায় দখল করবে না।পুরাপুরি দখল করবে না বললে ভুল হবে কারণ যারা প্রযুক্তির সাথে সাথে নিজের স্কিলকে দক্ষ করবে না তখন তাদের পুরানো দক্ষতা দিয়ে চাকরির বাজারে ঠিকে থাকতে কস্ট হবে।

অন্যদিকে খুশির সংবাদ হচ্ছে নতুন নতুন চাকরি সৃষ্টি হচ্ছে। ChatGPT আসারপর অনেকেই ChatGPT এক্সপার্ট খুজতেছে। অনেকেই আবার এটার ডেভেলাপার খুজতেছে। বিভিন্ন কোম্পানি এর থেকে ভালো টুল তৈরি করার জন্য এক্সপার্ট খুজতেছে। এ ধরনের আরো অনেক নতুন নতুনকাজের স্পট তৈরি হচ্ছে।

সবচেয়ে একটা কথাই বলব আপনি যদি দক্ষ হন, আপনার যদি সঠিক জ্ঞান থাকে তাহলে টেকবিশ্বে যত কিছুই আসুক না কেন আপনার চাকরিস্থান কখনো দখল হবে না। সুতরাং, এসব গুজবে কান না দিয়ে নিজেকে সময় দিন আরো দক্ষ করার জন্য।


Comments

Popular Posts