বর্তমানে সিনিয়র মেয়েরা জুনিয়র ছেলেদের বিয়ে করছে

 

এই মেয়ে গুলো বোঝে যে জীবনের সংজ্ঞা টাকা নয় বরং ভালোবাসা।

ইদানিং একটা জিনিস লক্ষ করলাম,অহরহ সিনিয়র মেয়ে আর জুনিয়র ছেলে রিলেশন করে বিয়ে করছে এই ব্যাপারটা আমার সত্যি অনেক ভালো লাগছে।

সিনিয়র মেয়ে যারা জুনিয়র ছেলেদের বিয়ে করছে তাদের মানসিকতা কতটা ভালো না হলে তারা সরকারি চকারি বা বড় ব্যবসায়ী ছেলে রেখে বেকার জুনিয়র ছেলের হাতটা ধরে জীবন পার করে দেওয়ার মতো ভয়ংকর ডিসিশন নেই। এই মেয়ে গুলো টাকা নয়

ভালোবাসার ভুক্ত ভোগী হয়। যেখানেই একটু ভালোবাসা মেলে সেখানেই থমকে যায়। এই মেয়ে গুলো বোঝে যে জীবনের সংজ্ঞা টাকা নয় বরং ভালোবাসা।

অনেক রিলেশনর বিয়ে ডিভোর্স হতে দেখেছি, অশান্তিতে থাকতে দেখেছি কিন্তু সিনিয়র মেয়েকে বিয়ে করে কোন ছেলে অশান্তিতে ভুগছে এমনটা দেখি নাই দিব্যি সুখে সংসার করছে।

জুনিয়র মেয়েদের সাথে রিলেশন করা সহজ, আর সহজে যেই জিনিস পাওয়া যায় সেটা সহজেই হারিয়ে যায়। সিনিয়র মেয়েদের সাথে রিলেশন

করা অনেক কঠিন আর এই কঠিন কাজটাকে যদি একবার সাধন করা যায় তাহলে এই সম্পর্ক সহজে বিচ্ছেদ হয় না। কারণ তারা শোনে, বোঝে, আগলে রাখে, ভালোবাসে!


Comments

Popular Posts